বাসস দেশ-৬ : ভোলায় লকডাউনের শর্ত ভঙ্গের দায়ে ৪২ জনের জরিমানা

103

বাসস দেশ-৬
ভোলা-জরিমানা
ভোলায় লকডাউনের শর্ত ভঙ্গের দায়ে ৪২ জনের জরিমানা
ভোলা, ২০ মে, ২০২১ (বাসস) : জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের শর্ত ভঙ্গের দায়ে ৪২ জনকে ১৮ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথক ৬টি অভিযান পরিচালনা করে ৪২ মামলায় এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান আজ সকালে বাসস’কে বলেন, বুধবারের জরিমানার মধ্যে সদর উপজেলায় ১৪ জনকে ৬ হাজার ৫’শ টাকা, দৌলতখানে ১২ জনকে ২৯’শ। লালমোহনে উপজেলায় ৭ জনকে ৬ হাজার ২’শ, বোরহানউদ্দিনে ৬ জনকে ১৮’শ ও মনপুরায় ৩ জনকে ১২’শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা, লকডাউনের শর্ত ভঙ্গসহ আইন অমান্য করার দায়ে জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/এইচ এ এম/১২১০/নূসী