বাসস দেশ-৫ : তিন বিভাগসহ পাঁচ জেলায় মাঝারী ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে

111

বাসস দেশ-৫
আবহাওয়া-পূর্বাভাস
তিন বিভাগসহ পাঁচ জেলায় মাঝারী ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে
ঢাকা, ২০ মে, ২০২১ (বাসস): মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে তা অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেবেক পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে, যার ফলে বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।
বাসস/সবি/এসএস/১২০০/-আসাচৌ