বাসস দেশ-৩৬ : হবিগঞ্জে দুই প্রতিবন্ধী সহোদরকে গৃহনির্মাণ করে দিয়েছে জেলা পুলিশ

132

বাসস দেশ-৩৬
হবিগঞ্জ-জেলা পুলিশ
হবিগঞ্জে দুই প্রতিবন্ধী সহোদরকে গৃহনির্মাণ করে দিয়েছে জেলা পুলিশ
হবিগঞ্জ, ১৯ মে ২০২১ (বাসস) : জেলায় আজ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে তৃতীয়লিঙ্গের দুই অসহায় প্রতিবন্ধী সহোদরের জন্য জেলা পুলিশের উদ্যোগে দু’লাখ টাকা ব্যয়ে নির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার বুধবার বিকালে উপকারভোগি দুই প্রতিবন্ধী সহোদর সমরাজ ও সাবাজ-এর হাতে ঘরের চাবি তুলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে এ দুই সহোদরকে কর্মসংস্থানের জন্য একটি গাভী উপহার দিয়েছিলেন জেলার পুলিশ সুপার।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের তৃতীয়লিঙ্গের দুই প্রতিবন্ধী সহোদর সমরাজ ও সাবাজ তাদের বাবার মৃত্যুর পর বৃদ্ধা মাকে নিয়ে অভাব-অনটনের মধ্যদিয়ে জীবনযাপন করছিলেন। এ দুরাবস্থায় তারা কিছুদিন আগে পুলিশ সুপারের কাছে সহযোগিতা চাইতে এলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তাদেরকে একটি গাভী উপহার দেন। এ গাভীর দুধ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন।কিন্তু তাদের মাথাগোঁজার কোন ঠাঁই না থাকায় এবার জেলা পুলিশের অর্থায়নে তাদেরকে একটি পাকাঘর নির্মান করে দেওয়া হয়েছে।
পরে পুলিশ সুপার ওই গ্রামের শিশুদের মধ্যে খাতা ও মাস্ক বিতরণ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৭/এমকে