গোপালগঞ্জে মাস্কবিহীন ২৬ ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ ও সাতহাজার চারশ’ টাকা জরিমানা

406

গোপালগঞ্জ, ১৮ মে, ২০২১ (বাসস): জেলায় আজ মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করা ২৬ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিভিন্ন অপরাধে মোট সাতহাজার চারশ’ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর ও মুকসুদপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে মুহাম্মদ মামুন খান ও মুকসুদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসমত হোসেন।
অভিযানকালে, মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করায় গোপালগঞ্জ জেলা সদরে ১৬ জন ও মুকসুদপুর উপজেলা সদরে ১০ জনকে আটক করে সরকার নির্ধারিত ফি তিনশ’ টাকার বিনিময়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এসময় তাদের নাম ও ঠিকানা রেখে দেয়া হয়। এসব পরীক্ষায় কারও করোনা ভাইরাস শনাক্ত হলে তাদেরকে হোম বা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।
এছাড়া জেলা সদরে লকডাউন অমান্য করে হোটেলে বসিয়ে খাওয়ানোর অপরাধে চারজন হোটেল মালিকের বিরুদ্ধে মামলা দায়েরসহ মোট সাতহাজার চারশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।