বাসস ক্রীড়া-৯ : স্মিথকে নয় কামিন্সকে অধিনায়ক চান চ্যাপেল

97

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-চ্যাপেল
স্মিথকে নয় কামিন্সকে অধিনায়ক চান চ্যাপেল
সিডনি, ১৮ মে ২০২১ (বাসস) : স্টিভেন স্মিথকে নয়, অস্ট্রেলিয়ার ভবিষ্যত অধিনায়ক হিসেবে পেসার প্যাট কামিন্সকে দেখতে চান দেশটির সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে এ কথা বলেন চ্যাপেল।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল-বিকৃতির সাথে জড়িত থাকার কারনে এক বছরের নিষেধাজ্ঞার সাথে অধিনায়কত্বও হারান স্মিথ। এতে অস্ট্রেলিয়া টেস্ট দলে অধিনায়ক হন টিম পাইন। এখনো টেস্টে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক তিনি।
সম্প্রতি পুনরায় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হবার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন স্মিথ। এতে অধিনায়কত্বের পদ নিয়ে সরগরম অস্ট্রেলিয়ার ক্রিকেট পাড়া। তবে স্মিথকে অধিনায়ক হিসেবে দেখতে চান না চ্যাপেল। তার পছন্দ টেস্টের এক নম্বর বোলার কামিন্স।
চ্যাপেল বলেন, ‘আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। তাই আমার মনে হয়, আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। স্মিথের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া মানেই, পিছিয়ে যেতে হবে আমাদের। তাই আমাদের সামনের দিকে তাকাতে হবে। নতুনত্ব আনতে হবে। যা আমাদের ক্রিকেটকে এগিয়ে নিবে। কামিন্সই দলকে ভালোভাবে দলকে এগিয়ে নিতে পারবে। স্মিথের চেয়ে কামিন্স ভালো অধিনায়ক হবে।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে হওয়া বল বিকৃতি নিয়ে সদ্য বোমা পাঠিয়েছেন ক্যামরন ব্যানক্রফট। তার মতে, ঐ সময় বল বিকৃতির বিষয় দলের সকল বোলারই জানতো। ঐ সফরের দলে ছিলেন কামিন্স। তাই কামিন্সকে অধিনায়ক করা কি আদৌ ঠিক হবে!
উত্তর দিয়েছেন চ্যাপেল, ‘বর্তমান পরিস্থিতিতে স্মিথের বদলে কামিন্সকে অধিনায়ক করা হলে হট্টগোল-সমালোচনা সবই হবে। বল বিকৃতি কান্ডে কামিন্স যদি কিছু জেনেও থাকে তাতে তাকে দোষ দেওয়া উচিত নয়। এসব ঘটনা স্মিথের থামানো উচিত ছিল, কারন সে অধিনায়ক। কিন্তু স্মিথ সেটা করেনি। তাই কামিন্সের অধিনায়ক হবার পেছনে বল বিকৃতি কোন প্রভাব ফেলবে না।’
বাসস/এএমটি/১৭৫০/স্বব