বাসস ক্রীড়া-৭ : চ্যাম্পিয়ন্স লিগের বিষয়ে এগুয়েরোকে সতর্ক করলেন গার্দিওলা

103

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইংলিশ প্রিমিয়ার-ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগের বিষয়ে এগুয়েরোকে সতর্ক করলেন গার্দিওলা
লন্ডন, ১৮ মে, ২০২১ (বাসস/এএফপি): এই মাসের শেষভাগে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়ার আগে সার্জিও এগুয়েরোকে সতর্ক করে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন সেখানে আবেগ প্রকাশের কোন সুযোগ থাকবে না।
দীর্ঘ ১০ বছর ধরে সফলতার সঙ্গে প্রিমিয়ার লিগে খেলে যাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার এই মৌসুম শেষেই সিটি ছাড়ার ঘোষনা দিয়েছেন। তিনি ইতোমধ্যে সিটির হয়ে সর্বকালের সর্বাধিক গোলদাতার আসন দখল করেছেন। কিন্তু বিদায়ী বছরটি খুব একটা ভাল কাটাতে পারেননি তিনি। ইনজুরির কবলে পড়া এগুয়েরো এই মৌসুমে মাত্র ১৮টি ম্যাচে অংশগ্রহনের সুযোগ পেয়েছেন।
বর্তমানে ইনজুরিতে থাকা এগুয়েরো আগামী রোববার এভারটনের বিপক্ষে ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যাচে ফিরতে পারেন। তবে ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারকে আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলানোর কোন নিশ্চয়তা দিতে পারছেননা গার্দিওলা। এটি হবে ম্যানচেস্টার সিটির প্রথমবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
স্প্যানিশ কোচ খেলোয়াড় নির্বাচনের সময় ঠান্ডা মাথায় কাজের বিষয়কে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়ে বলেন,‘ আমাকে বেশ ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ম্যাচ জয়ের জন্য সেরাদের বিবেচনায় নিয়ে আমাকে দল গঠন করতে হবে। এবং আমি তাই করব।’
স্প্যানিশ কোচ বলেন,‘ সার্জিও যদি ফিট থাকে তাহলে সে আমাদের সহায়তায় এগিয়ে আসতে পারবে- এটি নিশ্চিত। সে যদি খেলতে পারে তাহলে যে গোল করে সহযোগিতা করতে পারবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বলে কথা। যাদের দ্বারা ম্যাচ জয়ের সুযোগ বেশী থাকবে তাদের বিষয়েই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।’
গার্দিওলার মতে তিনি এখন ব্রাইটনের বিপক্ষের ম্যাচের প্রতি মনোযোগ দেবেন, যেখানকার পারফর্মেন্সের ভিত্তিতে তিনি চেলসির বিপক্ষে ফাইনালের একাদশ গড়তে পারেন। অনুশীলনে খেলোয়াড়রা পোর্তোর একাদশে নিজেরা যোগ্য বলে কোচকে প্ররোচিত করার চেস্টা করছে বলে স্বীকার করেন গার্দিওলা। তিনি বলেন, তবে তাদেরকে বোকা বলা যাবেনা।বরং তারা খেলার আগ্রহ দেখাচ্ছে এবং এটি আমার কাছে দারুন বিষয়।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/-স্বব