রিয়ালে রোনালদোর ঘাটতি পূরণ করতে পারবে বেল : ওয়েলস কোচ গিগস

239

লন্ডন, ৩০ আগস্ট ২০১৮ (বাসস/এএফপি) : ওয়েলস কোচ রায়ান গিগসের বিশ্বাস গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ঘাটতি পূরণ করতে পারবেন।
গ্রীস্মকালনি দল বদলের সময় রিয়াল ছেড়ে রোনালদো ইতালীয় জায়ান্ট জুভেন্টাসে যোগ দেয়ার পর ক্লাবটির আক্রমনভাগের মূল দায়িত্ব পালন করে চলেছেন বেল। গেটাফে ও জিরোনার বিপক্ষে লা লীগায় রিয়ালের সুচনা লগ্নে গোল করে জয় এনে দিয়েছেন এই ওয়েলস সুপার স্টার।
গিগস বলেন,‘ক্রিস্টিয়ানোর মত কোন তারকা খেলোয়াড় যখন দল ছেড়ে চলে যায় তখন সবার দৃস্টি থাকে তার পরিপুরকের দিকে। সেটি গোলের দিক থেকেই হোক কিংবা আক্রমনের দিক থেকে।
এমন ঘাটতি পুরণ করাটা বেশ কঠিন। কিন্তু দীর্ঘ দিন ক্লাবে থাকার কারণে বেল যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রতি বছরেই তিনি বেশ চাপের মধ্যে পড়েন এবং দক্ষতার সঙ্গে সেটির মোকাবেলা করেন।’
গিগস এর মতে রোনালদোর দল ত্যাগের পর অন্য যে খেলোয়াড় গোল করছে তার দিকেই সবার দৃস্টি নিবদ্ধিত হবে। তিনি বলেন, ‘বড় ম্যাচে বেল নিজের দক্ষতার প্রমান দিয়েছেন। ফলে তিনি যে কোন পরিস্থিতিই সামাল দিতে পারবেন।’
চলতি বছরের শুরুতেই ওয়েলসের শীর্ষ গোলদাতার স্থান দখল করেছেন বেল। ২৯টি আন্তর্জাতিক গোল করে তিনি টপকে গেছেন ইয়ান রাসের রেকর্ড। ২০১৩ সালে রিয়ালে যোগ দেয়া ২৯ বছর বয়সি বেলকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও ডেনমার্কের বিপক্ষে আসন্ন উয়েফা লীগ অব নেশন্সের ম্যাচের জন্য গঠিত ২৫ সদস্যের ওয়েলস স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গিগস বলেন, ‘অগ্নিমুর্তিতে এই মৌসুম শুরু করেছেন তিনি (বেল)। তবে যখন তিনি ভাল খেলতে পারবেননা তখন তার উপর নির্ভরতাও কমে যাবে। আমি সব সময় বেলের ইনজুরি নিয়েই চিন্তায় থাকি। ইনজুরিতে পড়লে তাকে পিছিয়ে পড়তে হয়। সেখান থেকে ফিরতে তার প্রচুর সময় নস্ট করতে হয়। কিন্তু যখন তিনি খেলার মধ্যে থাকেন, তখন পুরো সময় জুড়েই ভাল খেলেন, কম- বেশী গোল করেনই।’