বাসস দেশ-২৭ : রাজধানীর পান্থ প্লাজা বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

109

বাসস দেশ-২৭
আগুন-নিয়ন্ত্রণ
রাজধানীর পান্থ প্লাজা বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ১৭ মে, ২০২১ (বাসস) : রাজধানীর পান্থপথের পান্থ প্লাজা বহুতল বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মোহাম্মদ পুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৪ টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম আজ বিকেলে বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪ টা ১০ মিনিটে রাজধানীর পান্থপথের পান্থ প্লাজা ৭ তলা বাণিজ্যিক ভবনের ৫ তলায় এসিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ৪ টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বিকেল ৫ টা ৪ মিনিটে পুরোপুরিভাবে আগুন নির্বাপন হয়।
লিমা খানম আরও জানান, আগুনে ওই ভবনের এসি, কম্পিউটার, আসবাবপএ, অন্যান্য কাগজপএসহ ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া আগুনের হাত থেকে ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূএপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯১৩/-এমএন