বাসস ক্রীড়া-১১ : মালদ্বীপ ছেড়ে দেশে ফিরছেন অসি ক্রিকেটাররা

103

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-অস্ট্রেলিয়া
মালদ্বীপ ছেড়ে দেশে ফিরছেন অসি ক্রিকেটাররা
সিডনি, ১৬ মে ২০২১ (বাসস) : অবশেষে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ ও স্টাফসহ ৩৮ জনের বহর। মালদ্বীপ থেকে কালই দেশে ফিরতে পারছেন রিকি পন্টিং-স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।
করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে চর্তুদশ আসর স্থগিত হয়ে যাওয়ার পর নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারেননি অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা-কোচরা।
করোনা পরিস্থিতির ভয়াবহ রুপ নেয়ায় ভারতে ছেড়ে মালদ্বীপে ছিলেন অস্ট্রেলিয়ানরা। সেখানে কোয়ারেন্টাইনে ছিলেন তারা। এখন প্রায় দুই সপ্তাহ পর অবশেষে দেশে ফিরতে পারছেন মালদ্বীপে থাকা অস্ট্রেলিয়ানরা।
তবে ভারত থেকে দেশে ফিরবেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। সদ্যই করোনা মুক্ত হয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হবার কারণে অস্ট্রেলিয়ায় বাকিদের সাথে মালদ্বীপ যেতে পারেননি হাসি।
মালদ্বীপ থেকে সিডনিতে যাবেন স্মিথ-ওয়ার্নাররা। এরপর সেখানে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।
অস্ট্রেলিয়ার সরকার ও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফেরার পর সকল ক্রিকেটার-কোচদের সব ধরনের সহযোগিতা করা হবে।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব