বাসস ক্রীড়া-১০ : শ্রীলংকা সিরিজে অনিশ্চিত রুবেল

181

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-রুবেল
শ্রীলংকা সিরিজে অনিশ্চিত রুবেল
ঢাকা, ১৬ মে ২০২১ (বাসস) : পিঠের ইনজুরির কারনে শ্রীলংকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অনিশ্চিত বাংলাদেশের পেসার রুবেল হোসেন। রুবেল সিরিজে খেলবেন কি-না, সেই সিদ্বান্ত নেয়ার জন্য তার দিকে বল ঠেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
ক্লিনিকালি ব্যাথা না হওয়ায়, তার খেলা উচিত কি-না, তা রুবেলই বুঝতে পারবেন, বলে মনে করেন চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
আজ দেবাশিষ বলেন, ‘নিউজিল্যান্ডে থাকাকালীন তার কিছু সমস্যা হয়েছিল এবং এই মুহুর্তে তার কোনও ক্লিনিকাল ব্যথা নেই।’
তিনি আরও বলেন, ‘আসলে ম্যাচ ফিটনেসের বিষয়টি রুবেলকেই বুঝতে হবে। আমরা এই মূর্হুতে কোনও ব্যাথা খুঁজে পাইনি। তবে তার আত্মবিশ্বাস বা অভ্যন্তরীণ অনুভূতিগুলিকেও গুরুত্ব দেয়া উচিত। আমাদের নির্বাচকরা তার বিষয়ে আমাদের কাছ থেকে কোনও ইনপুট চাইলে আমরা শেষ মুহুর্তে আপডেট করবো।’
লংগার ভার্সনে নিজের প্রতিভা প্রমাণ করতে ব্যর্থ হওয়া রুবেল, সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র।
ডাঃ চৌধুরী জানান, ‘সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেললে খেলোয়াড়দের সবসমই অল্প-সল্প ইনজুরি থাকে। তাই রুবেলকে নিশ্চিত করতে হবে, সে ম্যাচ খেলার জন্য ফিট কি-না।
তিনি বলেন, ‘রুবেল এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ে খেলছেন। এই জাতীয় বোলারদের পিঠে কিছু সমস্যা হয় এবং রুবেলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কয়েকবার স্ক্যান করা হয়েছে রুবেলের। স্ক্যানে তার নীচের অংশে কিছুটা সমস্যা দেখা গেছে, সাধারণত দীর্ঘমেয়াদে বোলিং এর কারনে এমন খেলোয়াড়দের হয়ে থাকে। এই সমস্যা ধীরে-ধীরে বাড়তে থাকে। তাই রুবেলকে ভাল পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এটিই করছেন তিনি।’
দেবাশিষ জানান, এই ধরনের ইনজুরি সহজে দূর হবে না। তিনি বলেন, ‘যতক্ষণ সে খেলবেন ততক্ষণ তা থাকবে। দেখবেন যে কোনও বড় তারকা বোলার, যারা ১২-১৫ বছর খেলেছে, তারা সফল। ফাস্ট বোলারদের জন্য ১২-১৫ বছর খেলা সহজ নয়। শুধু রুবেল নয়, আমাদের অন্যান্য পেসারদের অনেকেই এই সমস্যায় ভুগছেন।’
রুবেলকে দলে নেয়ার ব্যাপারে দেবাশিষকে জিজ্ঞাসা করা হলে, তার মতে- এমন সিদ্বান্ত নেয়ার জন্য সঠিক ব্যক্তি নন তিনি।
তিনি বলেন, ‘দেখুন, তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। নির্বাচকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিবেন। নির্বাচনের আগে টিম ম্যানেজমেন্ট আমাদের জিজ্ঞাসা করলে আমরা আপডেট জানাবো।’
বাসস/এএমটি/১৯২০/স্বব