বাসস ক্রীড়া-৯ : অল্পের জন্য ৫০ মিটার ব্যাস্ট্রোকের বিশ্ব রেকর্ড গড়তে পারলেননা অস্ট্রেলিয়ার ম্যাককেউন

106

বাসস ক্রীড়া-৯
অলিম্পিক-সাঁতার-অস্ট্রেলিয়া-বিশ্ব রেকর্ড
অল্পের জন্য ৫০ মিটার ব্যাস্ট্রোকের বিশ্ব রেকর্ড গড়তে পারলেননা অস্ট্রেলিয়ার ম্যাককেউন
সিডনি, ১৬ মে, ২০২১ (বাসস/এএফপি) : সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অল্পের জন্য নতুন বিশ্ব রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার কায়লি ম্যাককেউন। টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিতে যাওয়া এই নারী সাঁতারু ইতোমধ্যে বছরের সেরা টাইমিং লাভ করেছেন ২০০ মিটার ইন্ডিভিজুয়ালসে।
চার দিন ব্যাপী সিডনির উন্মুক্ত সাঁতারে ১৯ বছর বযসি এই সাঁতারু সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় দ্রুততম সাঁতারুর আসন দখলের পর ২০০ মিটারে চতুর্থ দ্রুততম আসন লাভ করেন।
প্রতিযোগিতায় ৫০ মিটার ইভেন্ট অংশ নিয়ে তিনি ২৭.১৬ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়া ও কমনওয়েলথ গেমসের রেকর্ড ভেঙ্গে দিলেও মাত্র ০.১৮ সেকেন্ডের জন্য ভাঙ্গতে পারেননি চীনা সাঁতারু লুই জিয়াংয়ের ২০১৮ সালে গড়া বিশ^ রেকর্ড।
তার কোচ ক্রিস মুনি সাংবাদিকদের বলেন,‘ প্রতিযোগিতায় নামার সময় আমরা সত্যিকার অর্থেই দারুন মনোযোগী থাকি। এভাবেই আমরা সফলতার পথ খুঁজে নেই।’
আগামী মাসে এডিলেডে অস্ট্রেলিয়ার অলিম্পিক ট্রায়ালের আগে শেষ মিট ছিল এই সিডনি ওপেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৫/স্বব