বাসস ক্রীড়া-৭ : রিয়াল ছাড়তে যাচ্ছেন জিদান : স্প্যানিশ গণমাধ্যম

109

বাসস ক্রীড়া-৭
ফুটবল-জিদান-রিয়াল মাদ্রিদ
রিয়াল ছাড়তে যাচ্ছেন জিদান : স্প্যানিশ গণমাধ্যম
মাদ্রিদ, ১৬ মে ২০২১ (বাসস/এএফপি) : চলতি মৌসুম শেষেই কোচ জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবার বিষয়ে খেলোয়াড়দের জানিয়েছেন বলে দাবী স্প্যানিশ গণমাধ্যমের। রোববার সকালে স্প্যানিশ মাধ্যমগুলো এই দাবী করেছে।
ওন্ডা চেরো রেডিও এবং গোল অনলাইনের রিপোর্টে বলা হয়, ফরাসি ওই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত রয়েছে। তবে তিনি এক সপ্তাহ আগেই তার স্কোয়াডের সদস্যদের জানিয়েছেন চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন। এই মৌসুমের ইতি ঘটবে আগামী সপ্তাহে।
গোলের রিপোর্টে আরো বলা হয়,‘ গত রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন শনিবার নিজের খেলোয়াড়দের কাছে ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছেন জিদান। ওন্ডা চেরোর রিপোর্টার ফেরনান্দো বার্গোস জানান, জিদানের পরিবর্তিত হিসেবে সংক্ষিপ্ত তালিকায় আছেন জুভেন্টাসের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেজ ও এই গ্রীষ্মে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ শেষে জার্মান জাতীয় দলের কোচ থেকে বিদায় নিতে যাওয়া জোয়াচিম লো।
শনিবার সকালে ক্লাব ছাড়ার বিষয়ে ইঙ্গিত দেন জিদান। এ সময় তিনি বলেছিলেন,‘ একটি সময় আসবে যখন পরিবর্তনের প্রয়োজন হবে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৫/স্বব