বাসস ক্রীড়া-৮ : কাল জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল

101

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বাংলাদেশ
কাল জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল
ঢাকা, ১৬ মে, ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে কাল থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
তার আগে করোনা পরীক্ষা দিতে হবে খেলোয়াড়দের। যা ইতোমধ্যে আজ থেকে শুরু হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিসৎক দেবাশিষ চৌধুরি জানান, গতকাল থেকে ক্রিকেটার, কোচ ও সাপোটিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়। আগামীকাল আবারো করোনার পরীক্ষার জন্য নমুনা নেয়া হবে।
তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে অংশ নেয়া ২০ জন ক্রিকেটার ঢাকায় ছিলো না। সবাইও ছিলো না। কেউ কেউ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানীর বাইরে বিভাগীয় শহরের বাইরে বিভিন্ন জেলায় গেছেন।’
দেবাশিষ আরও বলেন, ‘কিছু খেলোয়াড় অবশ্য ঢাকায় রয়েছেন। আমরা দু’টি কোভিড পরীক্ষা অংশে নিচ্ছি। শনিবার যারা ঢাকায় ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। আর ঈদের ছুটিতে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তাদের কোভিড পরীক্ষা আজ হয়েছে। সোমবার যারা ঢাকায় আছেন এবং যারা বাইরে থেকে ঈদের পর এসেছেন তাদের আবার পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভরা সরাসরি হোটেলের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।’
ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখে শ্রীলংকা দল। হোটেলে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা।
বাসস/এএমটি/১৯১৫/স্বব