বাসস দেশ-৫ : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ

113

বাসস দেশ-৫
শিমুলিয়া নৌরুট
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ
মুন্সীগঞ্জ, ১৬ মে, ২০২১ (বাসস) : দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়ায় করোনা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছে মানুষ। ঈদ শেষে রোববার সকাল থেকে শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকাসহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছে মানুষ। অফিস খুলে যাওয়ায় সকল থেকেই ফেরিতে করে নদী পার হয়ে শ্রমজীবী হাজার হাজার মানুষ শিমুলিয়ায় এসে পৌঁছেছেন।
বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিসেবার যানবাহন পারাপারের জন্য ফেরি সচল রাখা হয়েছে। ১৮টি ফেরি দিয়ে পারাপার করেও কুলিয়ে ওঠা যাচ্ছে না। মুন্সীগঞ্জের শিমুলিয়ায় চাপ না থাকলেও মাদারিপুরের বাংলাবাজার ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের প্রচন্ড চাপ রয়েছে। রোববার সকাল থেকে মানুষের চাপে আমরা ফেরিতে ঠিকমত গাড়ি পার করতে পারছি না। প্রতিটি ফেরিতেই মানুষের উপচেপড়া ভিড়। গাদাগাদি করে ফেরিতে নদী পার হচ্ছে হাজার হাজার মানুষ। ঢাকামুখী যাত্রীরা বলেন, জীবনের ঝুঁকি থাকলেও কর্মস্থলে যেতেই হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১৩/নূসী