বাসস দেশ-২ : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মকভাবে কাজ করছে সরকার : হুইপ স্বপন

104

বাসস দেশ-২
করোনার দ্বিতীয় ঢেউ
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মকভাবে কাজ করছে সরকার : হুইপ স্বপন
জয়পুরহাট, ১৬ মে, ২০২১ (বাসস) : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক ভাবে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। তিনি আজ সকাল ১০টায় জয়পুরহাট জেলার কালাই উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করেন।
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও জেলার স্বাস্থ্যসেবাকে আরও একধাপ এগিয়ে নিতে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত উদ্যোগে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হলো সেন্ট্রাল অক্সিজেন। জেলা আধুনিক হাসপাতালেও অতি শিঘ্রই সেন্ট্রাল অক্সিজেন চালু করা হবে বলে জানা গেছে। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: কে এম যোবোয়ের গালীব, কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের মোহাম্মদ তানভীর, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমূখ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক ভাবে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আরও বলেন, নিজে বাঁচতে এবং পরিবারের সদস্যদের করোনা ঝঁকি থেকে রক্ষা করার জন্য মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার সকলের প্রতি সহানুভূতিশীল সে কারণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন প্রত্যেক পরিবারে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত এক হাজার ৬ শ ১২ জন করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন এক হাজার ৫ শ ৬৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হচ্ছে ১১ জন। জেলায় করোনার ১ম ডোজ টিকা গ্রহণকারী হচ্ছেন ৩২ হাজার ৪শ ৫৫ জন। এরমধ্যে পুরুষ ২০ হাজার ৪৮৩ জন ও মহিলা ১১ হাজার ৯৭২ জন। ২য় ডোজ টিকা গ্রহণকারী হচ্ছেন ২১ হাজার ৬৪১ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ২১ জন ও মহিলা রয়েছেন ৭ হাজার ৬ শ ২০জন। টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী।
বাসস/এনডি/সংবাদদাতা/১১১৫/নূসী