কুমিল্লায় বোরো’র বাম্পার ফলন

949

কুমিল্লা (দক্ষিণ), ১৬ মে, ২০২১ (বাসস) : জেলার মনোহরগঞ্জে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো’র বাম্পার ফলনে কৃষকরা খুশি হলেও লকডাউন এবং রমজানের কারণে শ্রমিক সঙ্কটের আশঙ্কা করেছেন। উপজেলার দিশাবন্দ গ্রামের প্রবীণ কৃষক মো. আবদুল মান্নান বাসসকে বলেন, আমি গত কয়েক বছরের চেয়ে এবছর বেশি জমিতে বোরো ধান রোপণ করেছি। তিন একর জমিতে প্রায় ৩শ’ মণ ধান হবে বলে আশা করি। ঝড় বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমান সরকার কৃষকবান্ধব হওয়ায় কৃষকরা অতীতের তুলনায় ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বাসসকে জানান, ২০২০-২০২১ অর্থবছরে উপজেলার কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায় সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয়। এক হাজার ১শ’ ৯৫ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করেছি। উপজেলায় চলতি বছর বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে তিনি আশা প্রকাশ করেন।