বাসস দেশ-১৯ : সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল পিতার ৮ বছর পর এবার প্রাণ গেল ছেলের

186

বাসস দেশ-১৯
বাঘ-নিহত-মৌয়াল
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল পিতার ৮ বছর পর এবার প্রাণ গেল ছেলের
সাতক্ষীরা, ১৫ মে, ২০২১ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবার পর এবার ছেলেও প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে। ৮ বছর আগে মধু সংগ্রহ করতে গিয়ে একই এলাকায় তার বাবাও বাঘের হামলায় প্রাণ হারান।
নিহতের নাম রেজাউল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।
বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুস সালাম জানান, রেজাউলসহ ৫ জন মৌয়াল গত ৮ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে যান। মধু সংগ্রহের এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় নোটাবেকি এলাকায় একটি বাঘ রেজাউলের ওপর হামলা চালায়। এ সময় তার সঙ্গীরা নৌকার বৈঠা নিয়ে বাঘকে আঘাত করে তাকে ছাড়িয়ে নেন। তবে, ততক্ষণে তিনি মারা যান। মধু সংগ্রহ করতে গিয়ে ৮ বছরের আগে একই এলাকায় বাঘের হামলায় তার বাবা ইসলাম সরদারও নিহত হন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, রেজাউলের মৃতদেহ আনতে নৌকা পাঠানো হয়েছে। মরদেহ নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২৩৩১/কেজিএ