বাসস ক্রীড়া-৯ : এক টেস্ট বাদ দিয়ে দু’টি টি-টুয়েন্টি বাড়ালো পাকিস্তান

103

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-
এক টেস্ট বাদ দিয়ে দু’টি টি-টুয়েন্টি বাড়ালো পাকিস্তান
করাচি, ১৫ মে ২০২১ (বাসস) : সূচি অনুযায়ী আসন্ন সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টুয়েন্টি খেলার কথা পাকিস্তানের। কিন্তু আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এক টেস্ট কমিয়ে দু’টি টি-টুয়েন্টি ম্যাচ বাড়ালো পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আগামী জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট ও পাঁচ টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই বোর্ডের সম্মতিতে একটি টেস্ট কমিয়ে দু’টি টি-টুয়েন্টি বাড়ানো হয়েছে।’
টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ বার্বাাডোজে, পরের তিনটি হবে গায়ানায়। এরপর দু’টি টেস্ট হবে জ্যামাইকায়।
বাসস/এএমটি/১৭২০/স্বব