বাসস ক্রীড়া-৮ : ফলোয়ার-লাইকের কারনে কোহলিকে সেরা বলা হয় : ভন

91

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-
ফলোয়ার-লাইকের কারনে কোহলিকে সেরা বলা হয় : ভন
লন্ডন, ১৫ মে ২০২১ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার-লাইকের কারনে ক্রিকেট অঙ্গনে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সেরা বলা হয় বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও কোহলির মধ্যে কে সেরা ব্যাটসম্যান, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ভন।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ফেেলায়ার-লাইক ও ক্লিকের কারনে বিশ্ব ক্রিকেটে সেরা খেলোয়াড় বলা হয় কোহলি। তবে পারফরমেন্সে এগিয়ে উইলিয়ামসনই। উইলিয়ামসন ভারতের হলে, সেই সেরা হতো। সব সংস্করণ মিলিয়ে, উইলিয়ামসন সমানভাবে সেরা। কিন্তু ইনস্টাগ্রামে উইলিয়ামসনের ১০ কোটি অনুসারী নেই, বিজ্ঞাপন থেকে সে ৩-৪ কোটি ডলার যা প্রতি বছর কোহলি যা পায়, ততটা আয় করে না উইলিয়ামসন।’
আইসিসি টেস্ট র‌্যাংকিংএ গত ডিসেম্বর থেকে এক নম্বরে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পাঁচ নম্বরে রয়েছে কোহলি।
বাসস/এএমটি/১৭১৫/স্বব