বাসস ক্রীড়া-৬ : সুর পাল্টালের পাইন

373

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-
সুর পাল্টালের পাইন
সিডনি, ১৫ মে ২০২১ (বাসস) : সর্বশেষ ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট হারের ব্যাখা একদিন আগেই দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। একদিনের ব্যবধানে সুর পাল্টালেন তিনি।
একদিন আগে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে পাইন বলেছিলেন, ‘নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি সিরিজ থেকে চলে যাবার পর মাঠের বাইরের দিকে বেশি মনোযোগি ছিলো ভারত। এমন সব বিষয় নিয়ে তারা কথা বলতো যা সিরিজের সাথে সম্পৃক্ত ছিলো না। আমরা সেই ফাঁদে পা দিয়েছিলাম বলেই সিরিজ হারতে হয়েছিলো আমাদের। সিরিজ নিয়ে খুব বেশি চিন্তা না করায়, ভারত খোলা মনে খেলতে পারে। তাই তাদের উপর চাপ কম ছিলো। চাপ না থাকায় সিরিজ জয়ের স্বাদও নিতে পারে তারা।’
এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইনের উপর চড়াও হন ক্রিকেটপ্রেমিরা। এতে মুখ খুলেন পাইন।
জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান এডাম গিলক্রিস্টকে এক সাক্ষাৎকারে সুর পাল্টে পাইন বলেন, ‘ভারত আমাদের থেকে অনেক ভাল খেলেছে। যোগ্যতম দল হিসেবেই জিতেছে। নেট মাধ্যমে ভারতীয় সমর্থকরা আমার বিপক্ষে ক্ষোভ ঝেড়েছে। কিন্তু আমার বেশ মজাই লাগছে।’
বাসস/এএমটি/১৭০৫/স্বব