বাসস ক্রীড়া-৫ : এ বছরের শেষ দিকে আইপিএল হলে খেলতে চান আর্চার

108

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-আর্চার
এ বছরের শেষ দিকে আইপিএল হলে খেলতে চান আর্চার
লন্ডন, ১৫ মে ২০২১ (বাসস) : করোনার কারনে মাঝপথেই স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর। আইপিএলের বাকী অংশ শেষ করতে উন্মুখ হয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে বছরের শেষ দিকে হলে আইপিএল খেলতে কোন আপত্তি নেই রাজস্থান রয়্যালসের ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।
সাসেক্সের ইউটিউব চ্যানেলে আর্চার বলেন, ‘যদি বছরের শেষের দিকে আইপিএল মাঠে গড়ায় তবে আমার খেলতে সমস্যা নেই। ভারতে না যাওয়ার সিদ্ধান্তটা ভুল হবে। চোটের পর তারা আমার সিদ্ধান্তকে সম্মান করেছে। গত তিন বছরে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাই আমি মনে করি, আইপিএল খেলতে যাওয়াটা সঠিক হবে।’
ইনজুরির কারনে স্থগিত হওয়া আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি আর্চার। তবে গতকাল কাউন্টিতে সাসেক্সের হয়ে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। দু’টি উইকেট নিয়েছেন আর্চার।
বাসস/এএমটি/১৭০০/স্বব