বাসস ক্রীড়া-১০ : ব্র্যাখওয়েটের স্বপ্ন র‌্যাংকিংয়ের উন্নতি

133

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ব্রাথওয়েট
ব্র্যাখওয়েটের স্বপ্ন র‌্যাংকিংয়ের উন্নতি
বার্বাডোজ, ১৪ মে ২০২১ (বাসস) : আইসিসি টেস্ট র‌্যাংকিং দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পেছনে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
ছয় নম্বরে উঠে র‌্যাংকিংএ উপরের দিকে চোখ টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাওয়েটের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন ব্র্যাথওয়েট।
তিনি বলেন, ‘টেস্ট র‌্যাংকিংএ দুই ধাপ এগিয়ে যাওয়ায় দল নিয়ে আমি গর্বিত। আমার মনে হয়, এটা কেবলই শুরু, আরও ভালো কিছু করতে পারবো আমরা। টেস্ট ক্রিকেটে কখনোই সহজ কিছু নয়। যদি আমরা ছোট ছোট ব্যাপারগুলি ঠিকঠাক করতে পারি এবং সঠিক মানসিকতা ধরে রাখতে পারি, তাহলে আকাশই হবে আমাদের সীমানা। আমাদের লক্ষ্য র‌্যাংকিংএর চূড়ায় উঠা।’
বাসস/এএমটি/১৮২০/স্বব