বাসস ক্রীড়া-১০ : ইস্তাম্বুলের পরিবর্তে পোর্তোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

101

বাসস ক্রীড়া-১০
ফুটবল-চ্যাম্পিয়ন্স লিগ
ইস্তাম্বুলের পরিবর্তে পোর্তোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
রোম, ১৩ মে ২০২১ (বাসস) : পুর্ব নির্ধারিত তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে পর্তুগালের পোর্তোতে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
আগামী ২৯ মে চেলসি ও ম্যানচেষ্টার সিটির মধ্যে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন আগেই ছিলো। আজ আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের খবর জানাল উয়েফা।
অল ইংলিশ ফাইনালটা হবার কথা ছিল ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে। কিন্তু করোনার কারণে তুরস্কে ভ্রমণ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকারের। তাই সেখানে ফাইনাল খেলতে যাওয়া সম্ভব নয় খেলোয়াড়-সমর্থকদের।
তাই পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামকেই ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে উয়েফা। ফাইনালে দু’দলের প্রায় ৬ হাজার দর্শক উপস্থিত থাকবে।
বাসস/এএমটি/১৮৪৫/স্বব