করোনায় বেতন কমলো শ্রীলংকার ক্রিকেটারদের

156

কলম্বো, ১৩ মে ২০২১ (বাসস) : করোনা মহামারির কারণে ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিলো শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
ক্রিকেটের তিন ফরম্যাটের সংস্করণের চুক্তিতে থাকা ক্রিকেটারদেরই ৩৫% শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের বেতন আগে ছিল ১ লাখ ৩০ হাজার ডলার। এখন তা নেমে দাঁড়ালো ১ লাখ ডলারে।
এই ‘এ’ ক্যাটাগরিতে তিনটি স্তরও রয়েছে। প্রথম স্তরে ১ লাখ ডলার, দ্বিতীয় স্তরে ৮০ হাজার ডলার ও তৃতীয় স্তরে ৬০ হাজার ডলার করে পাবেন ক্রিকেটাররা।
ক্যাটাগরি ‘বি’তে রয়েছে তিনটি স্তর। এই স্তরের ক্রিকেটাররা যথাক্রমে পাবেন ৬৫ হাজার ডলার, ৬০ হাজার ডলার ও ৫৫ হাজার ডলার।
‘সি’ ক্যাটাগরিতেও তিন স্তরের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৫০ হাজার ডলার, ৪৫ হাজার ডলার ও ৪০ হাজার ডলার।
ক্যাটাগরি ‘ডি’ এর তিন স্তরের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৫ হাজার ডলার, ৩০ হাজার ডলার ও ২৫ হাজার ডলার।
২০২১-২২ মৌসুমের চুক্তিতে ৩০ জন ক্রিকেটারকে রাখা হবে।