অবসরের পর কোচ হতে চান ওয়াটলিং

182

অকল্যান্ড, ১৩ মে ২০২১ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজ এবং ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে সবধরণের ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং।
অবসরের পর কোচ হবার ইচ্ছা ওয়াটলিংএর। তিনি বলেন, ‘অবসরের পর আমি কোচ হতে চাই। তবে অবসরের পর পরবর্তী ৬ মাস আমি শুধু পরিবারকে সময় দিতে চাই। ক্রিকেট থেকে দূরে থাকতে চাই না। ক্রিকেটের সাথে যেকোন উপায় থাকতে চাই। তাই মনে হচ্ছে, কোচ হওয়াটা ভালো উপায় হবে।’
২০০৯ সালে নিউজিল্যান্ডের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছিল ওয়াটলিংয়ের। এখন পর্যন্ত ৭৩ টেস্টে ৮ সেঞ্চুরিতে ৩,৭৭৩ রান করেছেন তিনি। সেই সাথে ২৫৭টি ডিসমিসালও করেছেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ডিসমিসালের মালিক ৩৫ বছর বয়সী ওয়াটলিং।