বাসস ক্রীড়া-২ : করোনায় ইসিবির ক্ষতি ১৬৬ কোটি টাকারও বেশি

84

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ইসিবি
করোনায় ইসিবির ক্ষতি ১৬৬ কোটি টাকারও বেশি
লন্ডন, ১৩ মে ২০২১ (বাসস) : করোনাভাইরাসের কারনে ২০২০ সালে প্রায় ১৬৬ কোটি ৭০ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। ইংল্যান্ডের সব ধরনের খেলা মিলিয়ে এই ক্ষতি ১ হাজার ৩৫ কোটির টাকার বেশি।
করোনার কারনে জৈব সুরক্ষা বলয় তৈরিতে খরচ এবং ‘দ্য হান্ড্রেড’ নামক একটি নতুন ক্রিকেট লিগের পেছনে প্রচুর টাকা বিনিয়োগ করতে হয় ইসিবিকে। করোনার কারনে সেই লিগও আয়োজন করতে পারেনি তারা। এতেই ক্ষতির পরিমান বেড়ে গেছে ইসিবির।
গত গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করতে না পারলে অবস্থা আরও খারাপ হতে পারতো ইসিবির।
ইসিবির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা স্কট স্মিথ বলেন, ‘খুব কঠিন বছর ছিল এটি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে এবং মহামারীর সময় বেশ কিছু সফল সিদ্ধান্তের কারণে বড় আর্থিক ক্ষতি ুকছুটা এড়ানো গিয়েছে।’
বাসস/এএমটি/১৬৪৫/স্বব