বাসস দেশ-৩ : ১৪টি নৌযানকে চার লাখ দশ হাজার টাকা জরিমানা

115

বাসস দেশ-৩
নৌযান-জরিমানা
১৪টি নৌযানকে চার লাখ দশ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১৩ মে, ২০২১ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ বুড়িগঙ্গা নদীতে চৌদ্দটি তেলবাহী ট্যাংকার, বালুবাহী বাল্কহেড, মালবাহী কার্গো ও ট্রলারে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট আজ এ জরিমানা করে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, যাত্রী পরিবহন করা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাস্টার – ড্রাইভার সনদ না থাকা, ওভার লোডের অপরাধে এসব জরিমানা করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/১১৩৭/-আসাচৌ