ফেরিতে যাত্রী উঠানামায় শৃঙ্খলা ফেরাতে শিমুলিয়ায় বিজিবি মোতায়েন

159

মুন্সীগঞ্জ, ১৩ মে, ২০২১ (বাসস) : জেলার শিমুলিয়ায় ৭ম দিনের মত ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। হাজার-হাজার যাত্রী রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে দক্ষিণ বঙ্গে যাওয়ার জন্য শিমুলিয়া আসছেন। ফেরিতে যাত্রী উঠানামার শৃঙ্খলা ফেরাতে আজ বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও বিজিবি যৌথভাবে এই ঘাটের সংযোগ সড়ক ফাঁকা রাখার চেষ্টা চলাচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরে ১৬টি ফেরির মধ্যে এখন সচল রয়েছে ১৪টি। যা যাত্রী পার করেই কুলিয়ে উঠতে পারছে না। তাই যানবহান খুব একটা পার করতে পারছে না।
বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুর ইসলাম জানান, তাদের ফেরি বাড়ানোর মত অবস্থা নেই। দু’টি ফেরি বিকল হয়ে পড়েছে। মেরামতের চেষ্টা চলছে। পুলিশ বলছে তারা ঘাটের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন। তবে মানুষের অস্বাভাবিক ঢলের কারণে কঠিন হয়ে পড়ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরিতে যাত্রী উঠানামার শৃঙ্খলা ফেরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।