বাসস দেশ-৫ : চান্দিনায় ৭৫ পরিবার পেল ঈদের উপহার

118

বাসস দেশ-৫
ঈদ উপহার
চান্দিনায় ৭৫ পরিবার পেল ঈদের উপহার
কুমিল্লা (দক্ষিণ), ১২ মে, ২০২১, (বাসস) : জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ৭৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থদের মধ্যে ওই উপহার সামগ্রী দিয়েছেন। এর মধ্যে রয়েছে- চাল, আটা, আলু, পেঁয়াজ, মুরগি, চিনি, দুধ, কিসমিস, বাদাম, সেমাই ও সাবান।
ফাউন্ডেশনের সদস্য মোসাদ্দেক কামাল বাসসকে বলেন, বন্ধন ফাউন্ডেশন ২০১১ সাল থেকে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ তাদের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ আমরা ৭৫টি পরিবারের মাঝে ঈদকে কেন্দ্র করে উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্যাংকার মো. কবির হোসেন,বন্ধন ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার নাজমুল হুসাইন প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৪০/নূসী