নড়াইলে কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত সকাল ৭টায়

194

নড়াইল, ১২ মে, ২০২১ (বাসস) : করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে নড়াইলে বিভিন্ন মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নড়াইল কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৭ টায়।
এর পর পর্যায়ক্রমে সকাল সাড়ে ৭টায় সদর থানা মসজিদ, জমিদারবাড়ি ঈদগাহ সংলল্গœ জামে মসজিদ, পুরাতন বাসাটার্মিনাল মসজিদ, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ, আলাদাতপু জামে মসজিদ, ভওয়াখালী উত্তরপাড়া জামে মসজিদ, বিজয়পুর ঈদগাহ সংলল্গœ জামে মসজিদ, ভাদুলীডাঙ্গা ঈদগাহ সংলল্গœ জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদ, আবু হুরায়া(রা:) জামে মসজিদ ও উপজেলা পরিষদ জামে মসজিদ।
সকাল ৮টায় রুপগঞ্জ বাজার জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, বরাশুলা ঈদগাহ সংলল্গœ জামে মসজিদ, মহিলা মাদরাসা ঈদগাহ সংল্গœ জামে মসজিদ, ভওয়াখালী ঈদগাহ ঈদগাহ সংল্গœ জামে মসজিদ, আনসার অফিস ঈদগাহ সংলল্গœ জামে মসজিদ, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, মাছিমদিয়া ঈদগাহ সংলল্গœ জামে মসজিদ, মহিষখোলা জামে মসজিদ ও পুরাতন রেষ্ট্রি অফিস জামে মসজিদ। এছাড়া বিভিন্ন মসজিদে কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মহামারি করোনা ভাইর প্রতিরোধে মসজিদ গুলোতে মুসল্লিদের মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়র করা জন্য বলা হয়েছে।