বাসস বিদেশ-১ : ‘অপেশাদার আচরণ’ প্রশ্নে মার্কিন নৌবাহিনীকে সতর্ক করলো ইরান

148

বাসস বিদেশ-১
ইরান-যুক্তরাষ্ট্র-প্রতিরক্ষা-নৌবাহিনী
‘অপেশাদার আচরণ’ প্রশ্নে মার্কিন নৌবাহিনীকে সতর্ক করলো ইরান
তেহরান, ১২ মে, ২০২১ (বাসস ডেস্ক) : ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার জানিয়েছে, তারা মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজকে সতর্ক করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দ্রুত গতিতে চলা ইরানের কয়েকটি নৌযান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয় – ওয়াশিংটন এমন কথা জানানোর পর তেহরান এ সতর্ক বার্তার কথা জানালো। খবর এএফপি’র।
বিপ্লবী গার্ডের নৌ শাখা জানায়, তারা সোমবার যুক্তরাষ্ট্রের সাতটি জাহাজের বাধার সম্মুখীন হয়েছে এবং তারা জানিয়েছে জলপথে বিধিসম্মত দূরত্ব বজায় রাখা সত্ত্বেও মার্কিন জাহাজগুলোর ঝুঁকিপূর্ণ এবং অপেশাদার আচরণের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।’
বাসস/এমএজেড/১০১৫/জেহক