ধর্মীয় মূল্যবোধ ও মানবিক দায়বদ্ধতায় ঈদ আনন্দ উপভোগ করুন : চট্টগ্রাম আওয়ামী লীগ

209

চট্টগ্রাম, ১১ মে ২০২১ (বাসস) : ধর্মীয় মূল্যবোধ ও মানবিক দায়বদ্ধতায় ঈদ আনন্দ উপভোগের আহবান জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে মহান আল্লাহর দরবারে স্বাভাবিক জীবনের প্রার্থনা জানান নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শুভেচ্ছা বার্তায় বলেন, করোনা ছোবলের কারণে বৈশি^ক সংকটে সমস্ত আনন্দ মুছে গেলেও আমাদের আবার ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করতে হবে। আমরা অবশ্যই স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই এবং আমাদের এই প্রার্থনা আল্লাহ যেন কবুল করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সকলকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বার্তায় বলেন, করোনাকালে এবারের পবিত্র ঈদ উল ফিতর একটি ধর্মীয় ও মানবতার কল্যাণে নতুন বার্তা জানান দিচ্ছে। তাই নিজ আবাস গৃহে থেকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে এবাদত বন্দেগীতে নিমগ্ন হয়ে দুঃসময় অতিক্রমের শক্তি অর্জন করতে হবে। তা হলেই সঙ্কট কেটে যাবে।
শুভেচ্ছা বার্তায় আরো বলা হয়, পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের আনন্দ উচ্ছাসে না ভেসে যারা এই করোনাকালে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করুন। ঈদ উদযাপনে যে সকল প্রথাগত আনুষ্ঠানিকতা রয়েছে তা এবার না হলেও আমাদের প্রত্যেকের প্রধান কর্তব্য হলো ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতা পালন করা। তাই আজ যারা অবহেলিত এবং পরিস্থিতিগত কারণে আয়-রুজিচ্যূত তাদের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী হাত বাড়াতে হবে। শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন স্তরে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে পবিত্র ঈদুল ফিতরের দিনে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা যাতে যথাযথভাবে অনুসরণ করা হয় সেই ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করার পরামর্শ দেয়া হয়েছে।