সুপার লিগ না ছাড়লে সিরি এ লিগ ছাড়তে হবে জুভেন্টাসকে : ইতালীয় এফএ

204

রোম, ১১ মে ২০২১ (বাসস/এএফপি) : কথিত ইউরোপীয় সুপার লিগ প্রকল্প থেকে আনুষ্ঠানিক ভাবে সড়ে না দাঁড়ালে সিরি এ লিগ থেকে জুভেন্টাসকে বের করে দেয়া হবে বলে সোমবার হুশিয়ার করে দিয়েছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফএ) ।
এফআইজসিরি সভাপতি গাব্রিয়েল গ্রাভিনার বরাত দিয়ে ইতালীয় গণমাধ্য্যম জানায়,‘ জুভেন্টাস যদি নিয়ম না মানে তাহলে তাদেরকে বিদায় নিতে হবে। আগামী মৌসুমের সিরি এ লিগের রেজিস্ট্রেশনের সময় সুপার লিগ থেকে যদি তারা ফিরে না আসে, তাহলে তাদেরকে বিদায় নিতে হবে।’
এপ্রিলের শেষ ভাগে বিচ্ছন্ন ভাবে সুপার লিগ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছিল ইতালীর শীর্ষ তিন ক্লাব এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস। এর পরিপ্রেক্ষিতে জারি করা এফআজিসির নিয়মে বলা হয়, উয়েফা ও ফিফার অনুমোদনহীন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ক্লাব তাদের টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারবে না।
ইংল্যান্ড ও স্পেনের সাত ক্লাবের সঙ্গে ইতোমধ্যে অবশ্য সুপার লিগের ওই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে সিরি এ লিগের নতুন চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও তাদের নগর প্রতিপক্ষ এসি মিলান।
শুক্রবার ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফার এক ঘোষনায় বলা হয়, সুপার লিগ প্রকল্প থেকে ফিরে আসা নয় ক্লাব যদি তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
এদিকে গত শনিবার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদসহ জুভেন্টাস ওই প্রতিযোগিতাটিকে বাঁচিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেছে যে, উয়েফা ও ফিফার কাছ থেকে কিছু ‘অগ্রনহনযোগ্য’ হুমকি আসছে।
সোমবার রাষ্ট্রীয় সম্প্রচারক রাইকে গ্রাভিনা আরো বলেছেন, জুভেন্টাস ও মহাদেশীয় পরিচালনা কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভুমিকা রাখতে পারলে তিনি খুশি হবেন। গ্রাভিনা বলেন,‘ উয়েফা ও ক্লাবগুলোর মধ্যে এই ধরনের শোডাউন ইতালরি জন্য যেমন ভাল নয়, তেমনি জুভেন্টাসের জন্যও মঙ্গলজনক নয়।’