সড়কে শৃংখলা রক্ষায় সরকারকে আরো উদ্যোগী হতে হবে : জি.এম. কাদের

218

ঢাকা, ১১ মে ২০২১ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, সড়কে শৃংখলা রক্ষায় সরকারকে আরো উদ্যোগী হতে হবে। অপরিকল্পিতভাবে লকডাউন দেয়ায় তা তেমন সফল হয়নি।
আজ সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
জি.এম.কাদের আরো বলেন, সব কিছু চালু রেখে শুধু গণ পরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েক গুণ বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ সহ্য করে গন্তব্যে পৌঁছেছে সাধারণ যাত্রীরা। সড়কে শৃংখলা রক্ষায় সরকারকে আরো কার্যকরী উদ্যোগ নেয়া উচিত ছিল ।
জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরি শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।