ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় ভূমিধসে নিহত ৭, আহত ৯

518

জাকার্তা, ১১ মে, ২০২১ (বাসস ডেস্ক): ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে সোমবার একটি সোনার খনিতে ভূমিধসে সাতজন নিহত, নয় জন আহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জতি মঙ্গলবার এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
ফিকরি’র এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ও ত্রাণ বিভাগের প্রধান জতি জানিয়েছেন, রোববার দুপুর থেকে সোমবার ভোর অবধি সোলোক সেলাটন জেলায় ভারী বৃষ্টিপাতের পরে এই ঘটনা ঘটে।
জতি এক বিবৃতিতে বলেছেন যে, স্থানীয় উদ্ধারকারী দল নিহতদের লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেছে।
ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবাযুবিদ্যা এবং ভূ-তত্ত্ববিজ্ঞান বিষয়ক সংস্থা জানিয়েছে, আগামী তিন দিন সুমাত্রা, জাভা, কালিমনটান, সালভেসি ও পাপুয়ার মূল দ্বীপপুঞ্জসহ ইন্দোনেশিয়ার বেশ ক’টি প্রদেশে বন্যা হতে পারে।