মাদারীপুরে ৫শ’ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ত্রাণ বিতরণ

199

মাদারীপুর, ১১ মে, ২০২১ (বাসস) : জেলায় ৫শ’ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের তরমুগরিয়া এলাকার প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতারের যৌথ উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, আলু, ছোলা, সেমাই, খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বেশ কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ারও বিতরণ করেন। এ সময় মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. সেলিনা আখতার জানান, ১৯৯৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫শ’। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে সে জন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়।