বাসস ক্রীড়া-১১ : দেশে ফিরে গাঙ্গুলীদের ধন্যবাদ বোল্ট-রাসেল-নারাইনদের

102

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-
দেশে ফিরে গাঙ্গুলীদের ধন্যবাদ বোল্ট-রাসেল-নারাইনদের
মুম্বাই, ১০ মে ২০২১ (বাসস) : গত ৪ মে করোনার ভয়াবহতায় মাঝপথেই স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর। আসর স্থগিত হওয়ায় বেশ কিছু ক্রিকেটার ইতোমধ্যে নিজ নিজ দেশে ফিরেছেন। তাদের দেশে ফিরতে সাহায্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সেই তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। এছাড়াও আছেন- নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, জেসন হোল্ডার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা।
দেশের ফিরে বিসিসিআইকে ধন্যবাদ দিয়ে টুইট করেছেন ক্রিকেটাররা। বোল্ট লিখেন, ‘আমাদের নিরাপদে বাড়ি আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিসিসিআই ও মুম্বাই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। ক্রিকেটার এবং তাঁদের পরিবার তোমাদের কাছে এতটা গুরুত্ব পায় দেখে খুব ভাল লাগলো।’
তিনি আরও লিখেন, ‘ভারতীয়দের কথা ভাবলেই আমার বুক ফেটে যাচ্ছে। ক্রিকেটার হিসেবে এই দেশ থেকে আমি অনেক কিছুই পেয়েছি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সমর্থকদের অনেক ভালোবাসা পেয়েছি। সুযোগ পেলেই ভারতে ফিরতে চাইবো। আশা করবো ভারত দ্রুত এই অবস্থা কাটিয়ে উঠবে।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কর্তা জনি গ্রেভ বলেছেন, ‘সকল ক্রিকেটার এবং টিভি প্রোডাকশনের সাথে যুক্ত থাকা প্রত্যেকে নিরাপদে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফিরেছে। নিরাপদে ফেরানোর জন্য আমরা বিসিসিআই এবং আইপিএল-এর দলগুলির কাছে কৃতজ্ঞ।’
বাসস/এএমটি/১৮৪১/স্বব