রাঙ্গামাটির জুরাছড়িতে বিরল প্রজাতির সাম্ভা হরিণ উদ্ধার

643

রাঙ্গামাটি, ১০ মে ২০২১ (বাসস): জেলায় আজ জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বারুদখোলা গ্রাম থেকে দুই-তিনমাস বয়সী একটি বিরল প্রজাতির সাম্ভা হরিণের বাচ্চা উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ।
আজ সোমবার বেলা ১১টার দিকে জুরাছড়ির বারুদখোলা গ্রামে হরিণ শাবক আটকের খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জেলার সুবলং রেঞ্জ থেকে বনবিভাগের একটি টিমকে ঘটনাস্থলে পাঠান।
বনবিভাগের কর্মিরা আহত হরিণের বাচ্চাটি উদ্ধার করে বিকেল সাড়ে তিনটার দিকে রাঙ্গামাটিতে বনবিভাগের অফিসে নিয়ে আসে।
এ সময় রাঙ্গামাটির বন সংরক্ষক সুবেদার ইসলাম, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে এসিএফ গঙ্গা প্রসাদ চাকমা, রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান প্রমুখ ছিলেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে বিরল প্রজাতির একটি সাম্ভা হরিণের বাচ্চা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে প্রাণিটিকে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হবে।