আইপিএল’ বাকি ম্যাচ ভারতে হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না গাঙ্গুলী

195

মুম্বাই, ১০ মে ২০২১ (বাসস) : স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকী অংশ ভারতে হবার আর কোন সম্ভাবনা নেই বলে জানালেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি জানান, ঠাসা সূচির কারণে দেশের মাটিতে আইপিএল’ বাকি অংশ হবার কোন সম্ভাবনা নেই। এমনকি বাকি অংশ ইংল্যান্ডেও হবার কোনও সম্ভাবনা নেই।
আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এরপর ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তাই টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দেশের মাটিতে আইপিএলের বাকী হবার কোন সুযোগ দেখছেন না গাঙ্গুলী।
তিনি বলেন, ‘দেশের মাটিতে হবার সম্ভাবনা নেই। ইংল্যান্ডের পর শ্রীলংকায় তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টুয়েন্টি খেলতে যাবে ভারত। ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনের সব জায়গায় রয়েছে। তাই ভারতে হবার কোন সুযোগ নেই। কোয়ারেন্টাইনের ব্যাপারটা খুবই কঠিন। আইপিএলের বাকি অংশ আয়োজন করার সুযোগ কবে পাবো, সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন।’
২৯ ম্যাচ হবার পর আইপিএল স্থগিত করা হয়। বাকী ছিলো ৩১টি ম্যাচ। তাই অনেকেই বলছেন, আগেভাগেই আইপিএল বন্ধ করা উচিত ছিলো। এই বিষয় নিয়ে গাঙ্গুলী বলেন, ‘এখন হয়তো অনেকের মনে হতে পারে আইপিএল আগে শেষ হলেই ভাল হতো। কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ে কেউ আক্রান্ত হয়নি। দিল্লি এবং আহমেদাবাদের খেলা হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দেখুন। তাদেরও অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু তারা ম্যাচ পিছিয়ে, পরে আয়োজন করেছে। আইপিএল-এ সেটা সম্ভব নয়।’