বাসস দেশ-৩৩ : দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

99

বাসস দেশ-৩৩
দিনাজপুর-সড়ক দুর্ঘটনা
দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
দিনাজপুর, ১০মে ২০২১ (বাসস): জেলায় আজ চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বাজারে ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম বাদল ইসলাম (৩৬)। তার বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামে। অন্যদিকে, নিহত ট্রাক্টরের হেলপার এরশাদ আলী (৩০) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দেবখন্ড গ্রামের ইরাদ আলীর পুত্র।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী জানান. রানীরবন্দর কলেজমোড় এলাকায় ইছামতি ডিগ্রি কলেজের গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে গাছের গুঁড়ি বহনকারী একটি ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক বাদল ইসলাম নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় ট্রাক্টরের চালক ও হেলপারকে উদ্ধার করে নিকটবর্তি নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হেলপার এরশাদ আলী সেখানে মারা যান।
তিনি জানান, এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫৮/এমকে