মাগুরায় বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

181

মাগুরা, ১০ মে, ২০২১ (বাসস) : মাগুরা জেলা খাদ্য গুদাম চত্বরে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সরকারিভাবে প্রান্তিক কৃষকদের নিকট থেকে বোরো ধান ক্রয় ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিুজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রমানিক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, চলতি বছর সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৯৫ মেট্রিক টন। এছাড়া চাল সংগ্রহের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৫ হাজার ৬৯ মেট্রিক টন।