বাসস দেশ-৭ : তাপমাত্রা কমবে; ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা

92

বাসস দেশ-৭
আবহাওয়া-পূর্বাভাস
তাপমাত্রা কমবে; ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা
ঢাকা, ১০ মে, ২০২১ (বাসস) : আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে, রয়েছে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ,সিলেট,ঢাকা ,বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও রাঙামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ শ্রীমঙ্গলে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খুলনায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ রাজারহাটে ২১ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৮ মিনিটে।
রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ নদীর পানি সমতল বাড়ছে এবং বিপদসীমার নীচ দিয়ে তা প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্যমতে,২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল দ্রুত সময়ে বৃদ্ধি পেতে পারে।
বাসস/সবি/এসএস/১২০৫/-আসাচৌ