বাসস দেশ-৪০ : বিএসএমএমইউয়ে কোভিড-১৯ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১৩৯৯ জন

81

বাসস দেশ-৪০
বিএসএমএমইউ-করোনা-আপডেট
বিএসএমএমইউয়ে কোভিড-১৯ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১৩৯৯ জন
ঢাকা, ৯ মে, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ১৩৯৯ জন কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।
এখানে গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ ৯ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৭ হাজার ২ শত ৫৩ জন।
এই কেন্দ্রে আজ রোববার কবি মহাদেব সাহা,পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল মান্নান প্রমুখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।
বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার ১ শত ২২ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ৯ মে রোববার পর্যন্ত ৯৪ হাজার ৬ শত ৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে করোনা ইউনিটে বোরবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৫ শত ৬৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শত ৩৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৯৫ জন। ভর্তি আছেন ৯০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ১১ জন রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন।
বাসস/সবি/এসএস/১৯৪০/কেকে