বাসস দেশ-৩৫ : দিনাজপুরে ৯১ হাজার ৮২ মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পন্ন

86

বাসস দেশ-৩৫
দিনাজপুর-চালক্রয়
দিনাজপুরে ৯১ হাজার ৮২ মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পন্ন
দিনাজপুর, ৯ মে ২০২১ (বাসস): জেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ৯১ হাজার ৮২ মেট্রিক টন চাল ক্রয় করবে সরকার। এ লক্ষ্যে দু’হাজার ১৯টি মিলের মালিকের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম আজ রোববার জানান, এই জেলায় চলতি মৌসুমে সরকারীভাবে ৪০ টাকা কেজি দরে মিল মালিকদের নিকট থেকে ৯১ হাজার ৮২ মেট্রিক টন চালক্রয় করা হবে।
তিনি জানান, চাল ক্রয়ের জন্য মিল মালিকদের সাথে খাদ্য বিভাগের চুক্তি সম্পাদনের নির্ধারিত শেষদিন ছিল আজ রোববার (৯ মে)। চুক্তির শেষদিন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ২ হাজার ১৯ জন লাইসেন্সধারী খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিল মালিকেরা নির্ধারিত মূল্যে চাল সরবরাহের জন্য চুক্তিপত্র সম্পাদন করেছে। চুক্তিকৃত চাল আগামী ১৬ আগস্টের মধ্যে সরকারী খাদ্য গুদামে সরবরাহ করতে হবে, চুক্তিপত্রে এ নির্দেশনা দেয়া রয়েছে।
তিনি আরও জানান, চুক্তিকৃত চালকলগুলোর মধ্যে ১৯৪টি অটোরাইস মিল এবং একহাজার ৮২৫টি হাসকিং মিল রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০৫/এমকে