বাসস দেশ-২৭ : বগুড়ায় কৃষকের এ্যাপের মাধ্যমে বোরো ধান সংগ্রহ শুরু

83

বাসস দেশ-২৭
বগুড়া-ধান সংগ্রহ
বগুড়ায় কৃষকের এ্যাপের মাধ্যমে বোরো ধান সংগ্রহ শুরু
বগুড়া, ৯ মে ২০২১ (বাসস): জেলার শাহজাহানপুর উপজেলায় আজ খাদ্য গুদামে কৃষকের এ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ শুরু হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় উপজেলার বেতগাড়ী খাদ্যগুদামে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
আজ লটারীর মাধ্যমে থেকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী খাদ্য গুদামে ৬৪৭ জন কৃষক তাদের ধান বিক্রি করেন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, শাহাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহম্মেদ, মহিলা ভাইস-চেয়রম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার ও সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।
জেলায় এবার ২৫ হাজার ১৮৬ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ কেজি দরে চাল সংগ্রহ করা হচ্ছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫৫/এমকে