‘সব মায়েদের হাসিতে পৃথিবী হোক আরও সুন্দর’

516

ঢাকা, ৯ মে ২০২১ (বাসস) : আজ বিশ্ব ‘মা’ দিবস। মে মাসের দ্বিতীয় রোববারকে বিশ্ব ‘মা’ দিবস হিসেবে পালন করা হয়। পরম ভালোবাসা ও মমতা এই দিনটিতে বিশ্বজুড়ে অনেকেই মায়ের প্রতি ভালোবাসা জানাচ্ছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সাথে ছবি পোস্ট করে নিজেদের ভালোবাসা তুলে ধরেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’
সাকিব আল হাসান লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সকল মায়েদের স্যালুট।’
আজ বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ৩৪তম জন্মদিন। আর ‘মা’ দিবসও। তাই আজকের দিনটি মুশফিকের জন্য বিশেষ কিছু।
তিনি লিখেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তার মাকে হারিয়েছেন এই অতিমারীতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মূর্হুত এমনভাবে কাটাই যেন তারা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবীদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’