মালদ্বীপে মারামারিতে জড়ালেন ওয়ার্নার-স্লাটার

195

নয়া দিল্লি, ৯ মে ২০২১ (বাসস) : করোনার কারনে মাঝপথ স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর। এতে ভারত থেকে দেশে ফিরেছে বিভিন্ন দেশের খেলোয়াড়রা। তবে অস্ট্রেলিয়ার সরকারের নিদের্শে, মালদ্বীপ হয়ে দেশে ফিরতে হবে অসি খেলোয়াড়দের।
সেই সুবাদে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ধারাভাষ্যকার, ম্যাচ অফিসিয়াল ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে বাধ্যতামূলক ১৪ দিন থাকার পর কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল নিয়ে তাদের দেশে ফিরতে হবে তাদের।
তবে মালদ্বীপের এক পানশালায় মারামারির ঘটনায় জড়ালেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার মাইকেল স্লেটার এবং জাতীয় দলের বর্তমান ওপেনার ডেভিড ওয়ার্নার। এমনটাই বলছে, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তারা বলছে, মালদ্বীপের এক পানশালায় মারামারি করেছেন স্লেটার ও ওয়ার্নার। হঠাৎ মতবিরোধ এবং সেখান থেকে মারামারিতে লিপ্ত হন তারা।
তবে মারামারির ঘটনা অস্বীকার করছেন স্লেটার ও ওয়ার্নার। স্লেটার বলেন, ‘মারামারির ঘটনা গুজব। ওয়ার্নার এবং আমি দারুণ বন্ধু। আমাদের মধ্যে মারামারির কোনও সুযোগ নেই।’
ওয়ার্নার বলেন, ‘আমার খুবই ভালো বন্ধু। আমাদের মধ্যে কোন প্রকার সমস্যা হয়নি। এখানে কোনো নাটক হয়নি। আমি নিশ্চিত নই আপনারা এসব তথ্য কোথায় পেয়েছেন। এখানে এমন কিছুই হয়নি।’