ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর

199

ভোলা, ৯ মে, ২০২১ (বাসস) : জেলায় আজ কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের কাছে দুটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী’র ব্যক্তিগত উদ্যোগে ও নাভানা গ্রুপের সহযোগিতায় রোববার দুপুর ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম’র কাছে ন্যাজাল ক্যানুলা দুটি হস্তান্তর করেন। এ নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট ৮টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা যুক্ত হলো।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, করোনায় আক্রান্ত রোগীদের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা কার্যকর ভ’মিকা রাখে। আমরা এ জেলায় করোনা প্রতিরোধে ব্যাপক কাজ করে যাচ্ছি। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতায় মাইকিংসহ নানা উদ্যোগ চলছে। নতুন দুটি ক্যানুলা যুক্ত হওয়ার মাধ্যমে করেনার রোগীদের সেবার মান বাড়বে।