আফগানিস্তানে বোমা হামলায় ৫০ জনের মৃত্যু

297

কাবুল, ৯ মে, ২০২১ (বাসস ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায়ের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বালিকা বিদ্যালয়ের বাইরে পেতে রাখা বোমার বিষ্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। স্বরাষ্টমন্ত্রী রবিবার একথা বলেন।
মন্ত্রনালয়ের মুখপাত্র তারেক আরিয়ান সাংবাদিকদের বলেন, শনিবার সাইয়েদ আল-সুহাদা স্কুলের সামনে গাড়ি বোমা বিষ্ফোরণে আতঙ্কিত শিক্ষার্থীরা বের হওয়ার সময় আরো দুইটি বোমা বিষ্ফোরিত হয়।
তিনি বলেন, ১০০ বেশী লোক আহত হয়েছে, এদের মধ্যে বেশীর ভাগই মেয়ে শিক্ষার্থী।
কোন গ্রুপ এখনো এই হামলার দায় স্বীকার করেনি, তবে প্রেসিডেন্ট আশরাফ গনি সহ আফগান কর্মকর্তারা এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন।
আরিয়ান বলেন, “এই হামলার পেছনে তালেবানরা জড়িত রয়েছে, অতীতে শিক্ষা প্রতিষ্ঠানে তারা এ ধরণের হামলা চালিয়েছে।”
তালেবানরা এ অভিযোগ প্রত্যাখান করেছে।