বাসস দেশ-৪৪ : হবিগঞ্জে নয়হাজারেরও বেশি মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ

148

বাসস দেশ-৪৪
হবিগঞ্জ-বিতরণ
হবিগঞ্জে নয়হাজারেরও বেশি মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ
হবিগঞ্জ, ৮ মে ২০২১ (বাসস) : জেলায় আজ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে নয়হাজার ২৪৭ জন নারী-পুরুষের মাঝে জনপ্রতি ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ শুরু হয়েছে।
আজ শনিবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি রিচি, পইল, লস্করপুর, নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নে তিনি এ সহায়তা বিতরণ করেছেন।
সহায়তা বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় রিচি ইউনিয়নে দুইহাজার ২১৫ জন, পইলে একহাজার ৭৪০, লস্করপুরে একহাজার ৭৮০, নিজামপুরে একহাজার ৭০০ ও রাজিউড়া ইউনিয়নে একহাজার ৮১২ জনকে জনপ্রতি ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩০/-এমকে